১২ই মে, ফ্লোরেন্স নাইটিঙ্গেল-এর দুশতম জন্মদিবস ও বিশ্ব ধাত্রী দিবস।
বিশ্বের সমস্ত ধাত্রী যারা আমাদের জীবনের দ্বিতীয় জননী মাতা তাদের উদ্দেশ্যে আজ আমার বিনম্র প্রণাম।
অন্য জননী
তমাল সাহা
মায়ের গর্ভ যন্ত্রণা তুমিই তো জানো,
যন্ত্রণায় সুখ ও আনন্দ জড়িয়ে থাকে
সবই তোমার জানা।
সেই কবে থেকে তুমি আমাদের কাছে কর্তব্যপরায়ণা।
অমন ধবধবে শুভ্র পোশাকে
শুদ্ধতার মন নিয়ে কাউকে দেখিনি আগে,
তুমি আমাদের জীবনের প্রারম্ভিকে পুরোভাগে।
জন্ম থেকে মৃত্যুর ধারাবাহিকতায় শুধু তুমি,
তোমাকে খুঁজে পাই।
মানব জীবন বিশাল আবাদভূমি
শুধু তোমাকেই চাই।
তোমরা সবাই নাইটেঙ্গেল দীপহাতে রমণী,
জন্ম থেকে মহামারী,
যুদ্ধ শিবিরে দিবস রজনী
তোমাদের শুভ আগমনী।
ডেটল ওষুধের গন্ধমাখা বিমূর্ত রূপ
বারবার দেখি তোমার মুখ,
শুশ্রূষা নিরাময়ের প্রলম্বিত হাত
পরাজিত হয় মানবের যাবতীয় অসুখ।
কাকে বলে ধাত্রী?
জীবনের ক্রমান্বয়ে তোমাদের চলাচল
তোমরা অনন্য এক জন্মদাত্রী।
জীবন জীবন আর জীবন,
জীবনের জয়গানে প্রতিনিয়ত যুদ্ধ তোমাদের, তোমরা আমাদের জীবনের পরিপূরক এক মহতী অভিযাত্রী।