মারাদোনা দিয়েগো ফুটবলের যুবরাজ। চলে গেলেন ২৫ নভেম্বর’২০। আসুন আমরা অন্য মারাদোনাকে দেখি।
অন্য মারাদোনা
তমাল সাহা
তুমি তো মারাদোনার পায়ে পায়ে
দেখেছো শুধু ফুটবলের কেরামতি
তুমি কি জানো তার আসল প্রকৃতি!
সে পেয়েছিল কোত্থেকে
এত সাহস এত প্রত্যয়?
সে নিজে ছিল বামপন্থী নিশ্চয়।
বাম পায়ে ছিল তার ফিদেলের ট্যাটু
ডান হাতে ছিল চে-এর ছবি
তাই তো সে চ্যালেঞ্জ মাস্টার ফুটবলের রবি।
কি দুঃসাহস!
সে বলেছিল, প্রেসিডেন্ট বুশ!
বুশ মানে তো আবর্জনা।
আমেরিকা–এই দেশটাই
দুনিয়ার মারণ কারখানা।
আরে! হুগো স্যাভেজ ছিল তার মিতা
ফিদেল ছিল তার প্রাণপ্রিয় নেতা।
বামপন্থীদের সঙ্গে সে একাত্ম মিশে ছিল
সে তো কলকাতায়ও এসেছিল।
ফিদেল নিজের টুপি
পরিয়ে দিয়েছিল তার মাথায়।
আশ্চর্য দিয়েগো,
কোন সে আলো তার চোখের তারায়!
এত বড় সম্মান পেয়েছিল মারাদোনা
আনন্দে চোখে জল ছলছল
আত্মজীবনী তার–
ছুঁয়েছিল ফিদেলের হাতখানা।
সে বলেছিল, আমি চ্যালেঞ্জে বিশ্বাসী
আমি চ্যাভেজে সাহসী
আমি জানি শুধু ফিদেল চ্যাভিস্তা।
ফিদেল-ই আমার পথ
ফিদেলের রাস্তাই আমার রাস্তা।