অবতক খবর :: উত্তর দিনাজপুর :: অপরাধ নিয়ন্ত্রণে আনতে অত্যাধুনিক মানের রয়েল এনফিল্ড চলা শুরু হলো ইসলামপুর। বুধবার ইসলামপুর পুলিশ জেলার সদর দপ্তর সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে বিভিন্ন থানায় ট্রাফিকের দায়িত্বে যারা রয়েছেন তাদের হাতে বাইকের চাবি তুলে দেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মাক্কার এরপর পুলিশ সুপার সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সবুজ পতাকা তুলে ধরার মধ্য দিয়ে সমস্ত বাইক গুলোর পেট্রোলিং এর সূচনা করেন।
পুলিশ জেলা সূত্রে জানা গেছে, ডালখোলা ট্রাফিককে দুটো,ইসলামপুর ট্রাফিককে দুটো ও চোপড়া ট্রাফিককে একটা রয়েল এনফিল্ড তুলে দেওয়া হলো।বাইকের মধ্যেই থাকবে সাইরেন। থাকবে লাউড স্পিকার সহ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও। এমনই আধুনিক মানের রয়েল এনফিল্ড এসে গেলো ইসলামপুর পুলিশ জেলায়। হাইওয়ে পেট্রোলিং এর পাশাপাশি টাউন পেট্রোলিং এবং অন্যান্য কাজের জন্য পাঁচটি রয়েল এনফিল্ড বাইক এলো ইসলামপুর পুলিশ জেলায়।ওই বাইকেই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা সহ থাকবে নানান সুবিধা।
ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মাক্কার জানান,বুধবার আনুষ্ঠানিক ভাবে ওই বাইকগুলি ট্র্যাফিক ইউনিটের হাতে তুলে দেওয়া হলো।এমনকি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এবং স্থানীয় মানুষদের পরিষেবা পৌঁছে দিতে এই বাইকগুলো যথেষ্ট কাজে লাগবে।হাইওয়ে পেট্রোলিং,ট্রাফিকের জন্য যা যা প্রয়োজনীয় জিনিস প্রয়োজন সবই রয়েছে ওই বাইকে।যাতে ভালোভাবে আইন শৃঙ্খলা রক্ষা করা যায় সেই দিকে নজর রেখেই এই উদ্যোগ।
পাশাপাশি এদিন মহকুমার সমস্ত সাংবাদিকদের হাতে একটি করে সামার লুমিনেটস জ্যাকেট তুলে দেন পুলিশ সুপারসহ অন্যান্য আধিকারিকরা ।এর আগে শীতের সময়ও পুলিশ জেলার পক্ষ থেকে সমস্ত সাংবাদিক বন্ধুদের জন্য জ্যাকেট সরবরাহ করা হয়েছিল। কিন্তু সেই জ্যাকেট এই গরমে ব্যবহার করা সম্ভব নয়। তাই জরুরী কালীন পরিস্থিতিতে সাংবাদিকরা যাতে ওই জ্যাকেট ব্যবহার করতে পারেন তার জন্যই এই কর্মসূচি ।