অবতক খবর,১৪ ফেব্রুয়ারি: অবতক খবরের জের। পুকুর ভরাট বন্ধ করলেন হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ। গতকাল সন্ধ্যায় আমাদের চ্যানেলে প্রকাশিত হয় হালিশহর সাত নম্বর ওয়ার্ডে একটি জলাশয় ভরাট হচ্ছে। আর সেই সংবাদ দেখেই তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে জলাশয় ভরাট বন্ধ করলেন চেয়ারম্যান। তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যে বা যারা এই জলাশয় ভরাট করছে তা খতিয়ে দেখে পদক্ষেপ নিতে।
চেয়ারম্যান আরো জানিয়েছেন,”জলাশয় ভরাট বরদাস্ত করা হবে না। এর আগেও আমরা বেশ কিছু পুকুর ভরাটের খবর পেয়ে সেই পুকুর খনন করিয়েছি। কোনরকম জলাশয় কোনভাবেই ভরাট করা চলবে না,তার পিছনে যেই জড়িত থাকুক তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।”