অবতক খবর,১ সেপ্টেম্বর: দীর্ঘ সাড়ে তিন মাসের জল্পনা শেষে মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে পুনরায় বহাল থাকলেন শহরবানু।

বুধবার সকালে মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের দলীয় কার্যালয়ে তৃণমূলের শীর্ষ নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী শহর বানুকে পুনরায় প্রধান পদে বহাল রাখার সিদ্ধন্ত হয়।
উল্লেখ্য, ২০২১-এর বিধানসভার ফল ঘোষণার পরই দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রধান এবং উপপ্রধানকে ইস্তফা দিতে বলা হয়। সেই মোতাবেক তারা ইস্তফাও দিয়েছিলেন। কিন্তু লকডাউন এর কারণে সেই ইস্তফাপত্র গৃহীত হয়নি সমষ্টি উন্নয়ন আধিকারিক এর দপ্তরে।

অন্যদিকে দীর্ঘ সাড়ে তিনমাস প্রধান পদ ফাঁকা থাকায়, স্থানীয় মানুষজনকে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়। পঞ্চায়েত অফিস থেকে রেসিডেন্সিয়াল ইনকাম সার্টিফিকেট সহ বিভিন্ন কাজ থেকে মানুষ বঞ্চিত হচ্ছিল। তাই আজ পুনরায় প্রধান পদে শহর বানুকে বসানো হয়।

এখন মানুষের সমস্ত সমস্যার সমাধান হবে বলে মনে করছেন মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি আকবর আলী।