অবতক খবর :: আসানসোল :: কোলকাতা থেকে রাজস্থানের আজমীর শরফী আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনা হলো রাজ্যে | রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে! রাজ্যে ফীরে এসে খুশী কলকাতার বাসীন্দা পর্যটকরা! রবীবার পশ্চীমবাঙলা ও ঝাড়খণ্ড সীমান্ত বোর্ডার ডুবুড্ডী তে কুলটী থানার চৌরঙ্গী ফাড়ীর সামনে একটী হোটেলে পৌছে খুশী পর্যটকরা ! রবীবার রাত্রে হোটেলে আসানসোল করপোরেশনের মেয়র জীতেন্দ্র তেওয়ারী নিজে এসে ফিরে আসা পর্যটকদের সাথে কথা বলেন এবং তাদের হাতে মিষ্টির পেকেট তুলেদেন।
মেয়র ও প্রশাসনকে পর্যটকরা অনুরোধ করেন যে তাড়াতাড়ি বাড়ী ফীরতে পারেন।সুত্রে যানা গেছে সোমবার তাদের কোলকাতা নীজের বাড়ীতে পাঠানো হবে |অন্যদিকে পর্যটকরা যানান যে তারা কোলকাতা থেকে আজমীর শরীফ গেছিলেন কিন্তু লকডাউনের জেরে আটকে পড়েন ফলে তারা অসুবিধের মধ্যে পড়ে যান। এমতো অবস্থাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী র উদ্যোগে নীজের রাজ্যে বাড়ীতে ফীরতে পারলেন। নীজের রাজ্যে এসে পর্যটকরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কে অসংখ্য ধন্যবাদ যানান।