অবতক খবর,১৮ ফেব্রুয়ারী ,সংকল্প দে বীরভূম: অবশেষে খবরের জেরেই প্রায় ১০ বছর পর টেন্ডার হতে চলে রূপনারায়ানপুর টোল প্লাজার।পশ্চিম বর্ধমান জেলা পরিষদ অধীনে থাকা আসানসোলের সালানপুর ব্লকের রূপনারায়ণপুর টোল প্লাজার পুরানো টেন্ডারে চলেছে।এই টোল প্লাজার নতুন টেন্ডার না ডাকায় সমালোচনার মুখে পড়েছিল জেলা পরিষদ।
অবশেষে চলতি বছরের মার্চ মাসের মধ্যে নতুন টেন্ডারের সিদ্ধান্ত হয়েছে।2017 সালে পশ্চিম বর্ধমান নতুন জেলা গঠন হলেও রূপনারায়ণপুর টোল প্লাজা এখনও পর্যন্ত পুরানো টেন্ডার চলছে চালোনা হতো।এই নিয়ে প্রশ্ন উঠেছিল কেন নতুন টেন্ডার ডাকা হয়নি।
সেই খবর আমরা প্রকাশিত করছিলাম।অবশেষে 2025 সালের মার্চ মাসের মধ্যেই নতুন টেন্ডার প্রক্রিয়া করা হবে জানিয়েছেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরী।তিনি জেলা পরিষদ বাজেটে রূপনারায়ণপুর টোল প্লাজার টেন্ডারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা পরিষদের সভাধিপতি কে চেয়ারম্যান করে এবং জেলাশাসকের উপস্থিতিতে গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি সেই কাজ করেছিল।বেসরকারী সংস্থাকে দিয়ে এই টোল চালানো হবে।জেলা পরিষদের বার্ষিক 60 লক্ষ টাকা টেন্ডার ডাকবে।
তার কমে কোনো সংস্থাকে টেন্ডার দেওয়া হবে না।তবে রূপনারায়ণপুর টোল প্লাজার ঠিকা কর্মীরা বলেন বেতন ঠিক মতো পেলেও পিএফ ও ইএসআই এর সুবিধা পায় না তারা।তাই নতুন টেন্ডারে যে সংস্থায় দায়িত্ব পেলে এই বিষয় গুলো যেন নজর দেয়।