অবতক খবর , শিলিগুড়ি, ৩ অক্টোবরঃ অবৈধভাবে বালি বোঝাই ট্রাক সহ ১ জনকে গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ। গ্রেফতার ট্রাক চালকের নাম তাপস রায়। জানা গিয়েছে, সাহু নদী থেকে বালি তুলে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। এই খবর পেয়েই পুটিমাটি এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটিকে আটক করে পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয় ট্রাক চালককে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বালি মাফিয়াদের বিরুদ্ধে মহানন্দা, বালাসন, জলপাইগুড়ি জেলার করতোয়া, সাহু নদী ছাড়াও বেশকিছু নদী থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগ উঠে আসছে। এরফলে নদীর গতিপথ পরিবর্তন হয়ে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। এর বিরুদ্ধে এনজেপি থানার পুলিশ লাগাতার অভিযান চালালেও বন্ধ হয়নি অবৈধভাবে বালি তোলার কাজ। শুক্রবার সন্ধ্যা নাগাদ ফের অভিযান চালিয়ে অবৈধভাবে বালি বোঝাই ট্রাক আটক করা হয়।
শনিবার ট্রাক চালককে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।