বালুরঘাট, ১১ ফেব্রুয়ারি: অবৈধ টোটো চলাচল বন্ধ করতে ফের ময়দানে নামল জেলা আঞ্চলিক পরিবহন দপ্তর। মঙ্গলবার বিকেলে বালুরঘাট শহরের রথতলা ও আর্য্য সমিতি এলাকায় নাকা চেকিং করে জেলা আঞ্চলিক পরিবহন দপ্তর। অবৈধ ভাবে চলাচল করা ২০ টিরও বেশি টোটোকে ধরা হয়।
এদিনের নাকা চেকিংয়ে জেলা আঞ্চলিক পরিবহন দপ্তরের পাশাপাশি ছিল বালুরঘাট থানার আইসি গৌতম রায়, ডিএসপি ট্র্যাফিক অরিন্দম পাল চৌধুরী, ডিএসপি হেড কোয়ার্টার ধীমান মিত্র। এদিকে অনিয়ন্ত্রিত টোটো চলাচল করায় নাভিশ্বাস উঠেছে বালুরঘাট বাসির।
শহরে যানজট নিত্যদিনের ঘটনা। একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। এদিন বালুরঘাট শহরের বিভিন্ন জায়গায় পুলিশকে সঙ্গে নিয়ে জেলার আরটিও নাম্বার বিহীন টোটো ধরতে শুরু করেন। মাত্র আধঘণ্টা তেই ২০ টি নাম্বার বিহীন টোটো বাজেয়াপ্ত করে পুলিশ । জেলা আরটিও বক্তব্য যাদের নাম্বার নেই বা রেজিস্ট্রেশন নেই সেই সমস্ত টোটো আটক করা হবে।