অবতক খবর,৩০ মার্চ: অবৈধ দেশি মদ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মানিকচক থানার পুলিশ। ঘটনা একটি টোটো ভ্যান আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তির নাম রতন মন্ডল বাড়ি মানিকচক থানার নাজিরপুর অঞ্চলের বেগমগঞ্জ এলাকায়।
পুলিশ সূত্রে আরও জানা যায় শনিবার বিকালে মানিকচক থানার আই সি সুবীর কর্মকারের নির্দেশে থানার এএসআই পীযূষ মন্ডল ও পুলিশকর্মীরা নাকা চেকিং চালাচ্ছিলেন মথুরাপুর ভেস্ট পাড়ায় এলাকায়, সেই সময় পুলিশের সন্দেহ হলে একটি টোটো ভ্যান আটক করে। তল্লাশি চালিয়ে পুলিশ অবৈধ প্রায় ১০০ বোতল দেশি মদ উদ্ধার করে, ঘটনায় একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান অবৈধভাবে মদগুলি মজুদ করে গ্রামে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।।
ধৃত রতন মন্ডলকে রবিবার মানিকচক থানার পুলিশ মালদা জেলা আদালতে পেশ করেছে।