অবতক খবর,২৩ মার্চ,বীরভূম,সদাইপুর: আবারও অবৈধ বালি বোঝাই একটি ট্রাক্টর আটক করল সদাইপুর থানার পুলিশ। সদাইপুর থানা এলাকার বড় গুণসিমায়। পুলিশ সূত্রে খবর, সদাইপুর থানা এলাকার সেকেন্দারপুরের দিক থেকে বড় গুণসিমা গ্রাম হয়ে যাত্রা গ্রামের দিকে ট্রাক্টরে করে বালি পাচার করা হচ্ছিল।
সদাইপুর থানার পুলিশ বালি বোঝাই ট্রাক্টরটিকে আটক করে এবং চালককে গ্রেপ্তার করে। চালকের বাড়ি সেকেন্দরপুর গ্রামে। আজ ধৃত চালককে সিউড়ি আদালতে পেশ করা হয়। তবে ট্রাক্টরের মালিকের বিরূদ্ধে মামলা রুজু করেছে সদাইপুর থানার পুলিশ।