অভিনেতা ইরফান খান লকডাউনকে তুড়ি মেরে হয়ে গেলেন লক ফ্রি।২৯ এপ্রিল, শব্দহীন শুনশান। চলে গেলেন ইরফান।
অভিনেতা
তমাল সাহা
জাত কিভাবে চিনতে হয়
কে জানে?
অভিনয় দেখে চেনা যায়
মানুষটির কি জাত।
অন্য অভিনেতার সঙ্গে
তার কি তফাৎ।
মানুষটির বাইসেপস
ট্রাইসেপস কি যেন বলে? এসব ছিলনা।
ছিল জীবনের মুহূর্ত
তুলে ধরার কুশলী অভিনয়।
বাঘের সঙ্গে জীবন যাপন
বৈপরীত্যে তাকে খুঁজে পাই
সে তো লাইফ অফ পাই।
পান সিং তোমর,
কেন সৈনিক থেকে হয়ে যায়
বিদ্রোহী ডাকাত?
মায়ের মৃত্যুর কিনারা হল না
তাই চরিত্র পাল্টায় প্রতিবাদ।
পারিবারিক বন্ধন ও প্রেম
অদ্ভুত চরিত্রে দিয়েছিল ডুব।
তার এই চারিত্রিক বৈশিষ্ট্যে উজ্জ্বল ছবিটি ছিল চেনা খুব।
পিকু’র সাধারণ গাড়িচালক
আজ কোন দিকে যায়?
আমাদের দেখিয়েছিল
এই প্রজন্মের জন্য সে কি দৌড়!
আংরেজি মিডিয়াম-
এক দক্ষ অভিনয় চলমান চিত্রের ছায়ায়।
মনে আছে মকবুলকে?
স্লামডগ মিলিওনিয়ার-এর পুলিশ ইন্সপেক্টর
আর বিল্লু, সেতো ভয়ঙ্কর!
লাঞ্চ বক্স খুলে খাদ্যসামগ্রীর
দিকে সে কিভাবে তাকায়,
ভারত এক খোঁজ-এ সে কি খুঁজে পায়?
মাদারি-তে ছেলে হারানোর
সেই সরকার বিরুদ্ধ ক্রোধ,
অ-নায়ক সুলভ চেহারা, তাতেই সে গড়ে তুলেছিল প্রতিরোধ।
জীবন এক নাগরদোলা সে জানতো।
একথা সে বলেছিল,
হাতে দিলে লেবু তাকে দিয়ে
বানাতে হয় শরবত।
তবে সেটাও খুব শক্ত কঠিন কাজ,
যদি না থাকে তাকত।
সালাম বম্বে, আন্তর্জাতিক স্বীকৃতি
পেয়ে সে চলে গেল আজ,
লক ডাউন,
করোনা উড়ে যায় হাওয়ায়।
জনহীন পথ,নিঃশব্দে তার কফিন
কারা বয়ে নিয়ে যায়…..