অবতক খবর,১৯ জুলাই: কাঁচরাপাড়ায় পুরোদমে লকডাউন চলছে। সন্ধ্যা ছটার মধ্যে দোকানপাট বন্ধ করে দিতে হচ্ছে। ‌সমস্ত দোকানপাট, হাট বাজারের নির্দিষ্ট এই সময়সীমা পর্যন্ত খোলা থাকছে। এখন দোকানদারেরা প্রশ্ন তুলেছেন যে, মানুষের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান যদি সন্ধ্যা ছটার মধ্যে বন্ধ করে দিতে হয় তবে মদের দোকান কেন রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে? তারা কেন অর্থ উপার্জনের জন্য এই বিশেষ সুবিধাটি পাবেন?

তারা আরও প্রশ্ন তুলেছেন, সরকার কি তবে মদ্যপানকে সামাজিক স্বীকৃতি দিচ্ছেন, যদিও লাইসেন্স দেওয়া মানেই জনস্বীকৃতি দেওয়া। এতে তারা মনে করছেন এমনিতেই লকডাউনের পিরিয়ড, মানুষের প্রচুর অবসর। ‌ফলত,একটা মদ্যপায়ী সমাজ তৈরি হয়ে যাবে। ‌

যে সাধারণ মহিলাটি শাকসবজি প্রতিদিন বিক্রি করেন,যারা গ্ৰামাঞ্চল থেকে সামান্য জিনিসপত্র এনে বিক্রি করে পেটের দানাপানি যোগান,তারা এই নির্দিষ্ট কড়াকড়ি আইনের কবলে পড়বেন,আর মদ ব্যবসায়ীরা ছাড় পাবেন এটা কি ধরনের সমাজ ব্যবস্থা বা প্রশাসনের কেন মদের দোকানদারের দিকে পক্ষপাতমূলক আচরণ? জনস্বার্থের চেয়ে কি রাজস্ব আদায়ই বড়?এই অভিযোগ এনে কাঁচরাপাড়ার অন্যান্য ব্যবসায়ীরা নীরবে প্রশাসনের বিরুদ্ধে তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন।