অবতক খবর : সোমবার পুরুলিয়ায় জনসভা করার কথা তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বাঘমুণ্ডির কালিমাটি মোড়ে জনসভা রয়েছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই সভাস্থলের কাছ থেকেই একটি তলোয়ার উদ্ধার হয় গতরাতে। সেই ঘটনাকে কেন্দ্র করেও উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, রবিবার রাতে অভিষেকের সভাস্থলের কাছেই ঝোপের মধ্যে মেলে ধারালো অস্ত্রটি। পরে বাঘমুণ্ডি থানার পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। ঘটনার নেপথ্যে কে বা কারা, তা জানতে তদন্ত শুরু করে পুলিশ।
অন্যদিকে, ভোটপ্রচারে গিয়ে মালদহের সুজাপুরের সভা থেকে অভিষেক দাবি করেন, বিজেপি-র কোনও নেতার মুখে অধীর চৌধুরী সম্পর্কে কোনও বিরূপ শব্দ শোনা যায় না, তেমনই মোদি-শাহকে আক্রমণ করেন না অধীর চৌধুরীও৷ এমনকি, অধীর চৌধুরী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সুরে কথা বলেন বলে কটাক্ষ করেন অভিষেক৷ তাঁর কথায়, ‘‘তার (অধীর চোধুরী) আবার দিদির পুলিশে আস্থা নেই৷ দাদার পুলিশে আস্থা৷ দাদাকে? দাদা হল নরেন্দ্র মোদি৷ কোনও দিন মোদি-শাহকে অধীর চৌধুরী আক্রমণ করেনি৷ বিজেপির নেতাও আক্রমণ করেনি অধীর চৌধুরীকে৷ সুজন বাবু, বিমান বসুও করেনি৷ এঁদের আক্রমণ হচ্ছে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল।’’
এরপরেই তিনি বলেন, ‘‘যাঁরা বলেছিল আচ্ছে দিন আসছে৷ গ্যাসের দাম ৪০০ টাকা থেকে ১২০০ টাকা। দেখেছেন অধীর চৌধুরী প্রতিবাদ করে বিজেপি-কে কিছু বলেছে?’’ কংগ্রেসের দুই সাংসদ একদিনও একশো দিনের কাজের টাকা নিয়ে একটাও বৈঠক করেননি বলে মঞ্চ থেকে দাবি করেন অভিষেক।
এরপরেই মালদহের জন সাধারণের উদ্দেশে তাঁর বার্তা, ‘‘ভোট ভাগের পুনরাবৃত্তি যেন মালদায় না হয়৷ এই কংগ্রেস আপনাদের জন্য এখানে কিছু করেনি৷ রাহুল গান্ধি, মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে বলছে, বিজেপির স্বৈরাচারীর বিরুদ্ধে লড়াই করব৷ আর এখানে কংগ্রেসের ছোট, বড়, মাঝারি নেতারা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাও। আসলে ওরা বিজেপির বি-টিম।’’