অবতক খবর,৩১ মে: ১লা জুন থেকে কার্যকরী করতে হবে সেই নিয়ে মঙ্গলবার হলদিয়ার ঠিকাদারদের সভা করে একথা সাফ জানিয়ে দিলেন হলদিয়ার পুলিশকর্তাগন। হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে কুমার চন্দ্র জানা প্রেক্ষাগৃহে আয়োজিত সভায় হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার শ্রদ্ধা পাণ্ডে, এসডিপিও রাহুল পাণ্ডে, সিআই মানবেন্দ্র পাল, দুর্গাচক থানার ওসি রাজকুমার দেবনাথ, ভবানীপুর থানার ওসি মহিউল ইসলাম, সুতাহাটা থানার ওসি বিনয় মান্না এবং হলদিয়া থানার আইসি সৌগত রায় প্রমুখ উপস্থিত ছিলেন।


এদিন ৩০০ ঠিকাদের উপস্থিতিতে এই পুলিশের পক্ষ থেকে এই বার্তা দেওয়া হয়েছে। হলদিয়ার এসডিপিও রাহুল পাণ্ডে স্পষ্ট জানান, “কারখানার উৎপাদন যাতে ব‍্যাহত না হয়, সেজন‍্য আমরা শ্রমিকদের সাবধান করেছি। ঠিক উল্টো দিকে শ্রমিকরা যাতে তাঁদের প্রাপ‍্য বকেয়া টাকা -পয়সা থেকে বঞ্চিত না হয়, সেজন‍্য শ্রমিক নিয়োগকারী ঠিকাদারদের সতর্ক করলাম।

১ লা জুনের আগেই শ্রমিকদের সমূহ বকেয়া টাকা মিটিয়ে দিতে বলা হয়েছে। তা না  হলে শ্রমিকরা অভিযোগ করলে পুলিশ আইনি ব‍্যবস্থা নেবে।” শ্রমিকদের কোনো ঠিকাদার ঠকালে পার্শ্ববর্তী থানায় সেই শ্রমিক অভিযোগ জানাতে পারেন।

এই পদক্ষেপে শ্রমিকদের অভিযোগ জানতে হেল্পলাইন চালু করা হচ্ছে বলেও জানা গিয়েছে।