উৎপল রায় :: জলপাইগুড়ি :: করোনাভাইরাসের কারণে লোকজন ঘরবন্দি। পাশাপাশি শহরের প্রতিটি হোটেল রেস্তোরাঁ বন্ধ। ফলে ময়নাগুড়ির কুকুরগুলোর দেখা দেয় মারাত্মক খাদ্যসংকট। কারো কাছে খাদ্য চেয়ে নেওয়ার ক্ষমতা নেই তাদের।
এক সপ্তাহ যাবৎ অভুক্ত এই কুকুরগুলো নির্জীব হয়ে পড়ে থাকে রাস্তাঘাটে। বিষয়টি নজরে পড়ে তৃণামূলের ছাত্র পরিষদের। পরে তারা খাবার রান্না করে ময়নাগুড়ি এলাকার সমস্ত কুকুরকে খাবার দেন। বৃহস্পতিবার এই খাবার পেয়ে মহাখুশি কুকুরগুলো লেজ নাড়িয়ে আনন্দ প্রকাশ করে আর পেট পুরে খায়।
তৃণামূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অভিজিৎ সিনহা এবং ময়নাগুড়ি ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি ডালিম রায় জানান, আমরা নিজ হাতে মাংস ভাত রান্না করে মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে ময়নাগুড়ি র বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানো কুকুরের মুখে খাবার তুলে দিই। মানুষের পাশে তো অনেককেই দেখা যায়। কিন্তু হোম কোয়ারেন্টিন এর কারণে শহরের সবগুলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ থাকায় কুকুর-বেড়াল পড়ে যায় খাদ্য সংকটে।।