নিজস্ব প্রতিবেদক : অবতক খবর : সাতগাছিয়া বিধানসভা অমানবিকতার নজীর গড়লো করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির পরিবারের লোকজনে। সাতগাছিয়া বিধানসভা বজবজ ২ নম্বর ব্লকের অন্তর্গত চড়ারায়পুরের বাসিন্দার সঞ্জয় ভক্ত দেহ পড়ে রইল আমতলার সেভ হোমে। ৪৮ ঘন্টা কেটে গেলেও দেখানেই মৃত ব্যক্তির পরিবারের লোকজনেদের। অবশেষে বজবজ ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ও বজবজ পঞ্চায়েত সমিতির সহসভাপতি বুচান ব্যানার্জীর উদ্যোগে বজবজ কালীবাড়ি চিত্র গঞ্জ শ্মশানে তার দেহ সতকার্য সম্পন্ন হয় রাত্রি ২টো নাগাদ।
পঞ্চায়েত সমিতির সহসভাপতি বুচান ব্যানার্জী সূত্রে খবর যে সোমবার ভোর ২:৩০ সময় আমতলার সেভ হোমে মারা যায় সঞ্জয় ভক্ত, মারা যাওয়ার খবর জানতে পেরে পরিবারের লোকজন চম্পট দেয়। অবশেষে পঞ্চায়েতের সমিতির সহসভাপতি বুচান ব্যানার্জী ও বজবজ সমষ্টি উন্নয়ন আধিকারিক জানতে পেরে পরিবারের লোকজনেদের সন্ধান জানতে পারেন ও সেখান থেকে পরিবারের লোকজনেদের এনে সঞ্জয় ভক্তের দেহ সৎ কাজ হয় বুধবার গভীর রাতে ।