অবতক খবর , সংবাদদাতা , পূর্ব বর্ধমান:- অমানবিক রেল পুলিশ,রাস্তায় ফেলে বেধড়ক মারধর এক টোটো চালককে,আহত ওই চালকের নাম শেখ আবসার আলী।
উলেখ্য জৌগ্রাম লিপি মন্ডল তার বিকলাঙ্গ শিশুকে নিয়ে এদিন বর্ধমান মহকুমা শাসকের এসেছিলেন সাহায্যার্থে। মহকুমা শাসকের কাছ থেকে বেরিয়ে টোটো ভাড়া করে স্টেশনের উদ্যেশে আসেন।লিপি মন্ডল জানান,স্টেশনের কাছে ঢোকার সময় RPF রা গালিগালাজ করে বেধড়ক মারধর করে, এবং সেখানেই লুটিয়ে পড়েন ওই টোটো চালক।
স্থানীয় অন্যান্য হকার ও সাধারণ মানুষেরা RPF অফিসে আসেন অভিযুক্ত রেল পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাতে,বেশ কিছুক্ষন বিক্ষোভ দেখায় সাধারণ মানুষেরা।
প্রত্যক্ষদর্শী সবিতাব্রত হাটি ও বাবলি বেগম জানান,যেভাবে ওই চালককে মারধর করেছে তাতে করে রেল পুলিশের মানবিকতা যেন অমানবিক চেহারায় পরিণত হয়েছে। এই মুহূর্তে প্রশ্নের মুখে RPF কর্মী।
এবিষয়ে RPF এর পক্ষ থেকে সাংবাদিকদের কিছু বলার প্রয়োজন নেই বলে জানানো হয়।মূলত টোটো ইউনিয়নের অন্যতম নেতা আলমগীর জানান, রেল কর্তৃপক্ষ ক্ষমা চেয়ে যাবতীয় খরচা করবে বলে আশ্বাস দেন রেল কর্তৃপক্ষ। তবে তিনি এও বলেন,RPF এর এই অমানবিকতা ঠিক নয়।