অবতক খবর , সংবাদদাতা , দক্ষিণ 24 পরগনা :- অমাবস্যা ভরা কোটালে রায়দিঘি মনি নদীর প্রবল জলোচ্ছ্বাস এ ভেঙে যায় মনি নদীর বাঁধ। নদী বাঁধ ভাঙ্গার ফলে হু হু করে কুমড়ো পাড়া গ্রামে ঢুকে জল। এই খবর ছড়িয়ে পড়তে এলাকার গ্রামবাসীরা দৌড়ে আসেন বাঁধের কাছে। আর গ্রামবাসীরা সবাই একত্রিত হয়ে ঝুড়ি, কোদাল নিয়ে মেরামতির কাজে হাত লাগান।
গ্রামবাসীরা জানান নিজেদের গ্রামকে রক্ষা করতে গেলে কোন কিছু চিন্তা না করেই ভাঙ্গা ফাটল বাঁধে মাটি দিয়ে রক্ষা করতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কুমড়ো পাড়ার প্রধান জয়দেব মান্না, অঞ্চল সভাপতি জ্ঞানরঞ্জন মজুমদার, তৃণমূলের সদস্য ডাক্তার অলক জলদাতা এবং মুহিত উদ্দিন বৈদ্য।
অঞ্চল প্রধান জানান পরবর্তী সময়ে নদীর বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত না হয় তার জন্য আমি যথারিতি ব্যবস্থা গ্রহণ করব। এই দিনে কয়েক শ মানুষকে নিয়ে বাঁধের কাজে নিযুক্ত করে তিনি। নদী বাঁধ ভেঙে গ্রামে জল ঢোকার ফলে নষ্ট হয়ে যায় বিঘের পর বিঘে ফসল। আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা।