অবতক খবর, উত্তর প্রদেশঃ অনেক টালবাহানার পর অবশেষে ৫ এক্কর জমি নিতে রাজি হয়ে গেল উত্তর প্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ড । সুপ্রীম কোর্টের নির্দেশ মটো বাবরি মসজিদের জায়গায় হতে চলেছে রাম মন্দির। ইতিমধ্যেই ট্রাস্ট গঠন হয়ে গিয়েছে ।
পাশাপাশি, মসজিদ গড়ার জন্য শীর্ষ আদালতের নির্দেশ ছিল ৫ একর জমি বরাদ্দ করতে হবে অযোধ্যা শহরের ভৌগলিক সীমানার মধ্যে । অবশেষে সমস্ত আপত্তি উড়িয়ে দিয়ে উত্তর প্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ড সম্মতি দিয়েছে জমি নেওয়ার বিষয়ে ।
অযোধ্যা থেকে ২০ কিলো মিটার দূরে শীর্ষ আদালতের নির্দেশ মোতাবেক ধান্নিপুর গ্রামে ৫ একর জমি দেওয়া হয়েছে । সূত্র মারফৎ জানা গিয়েছে, আদালত অবমাননার বিষয়টিকে এড়িয়ে যাওয়ার জন্য জমি নেওয়ায় সম্মতি এসেছে ।