অবতক খবর,২৫ মে: তিনবছর বিজেপিতে ঘর করে অবশেষে গত রবিবার নিজের পুরনো ঘরেই ফিরলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।
তৃণমূলে যোগ দেওয়ার আগে চট শিল্পের শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে বারংবার তিনি দিল্লি যাতায়াত করেছেন। প্রতিবারই দিল্লি গিয়ে তিনি অমিত শাহের সঙ্গে দেখা করার জন্য সময় চাইলেও তা নাকি এড়িয়ে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তবে আজ রাজ্য বিজেপি এক নেতার দাবি, ‘‘এক বছর আগেই অমিত শাহ বুঝে গিয়েছিলেন, অর্জুন দলে থাকার পাত্র নন। ঘনিষ্ঠ মহলে বলেছিলেন, তৃতীয় পাণ্ডবের দল ছাড়া শুধু সময়ের অপেক্ষা। রাজ্য বিধানসভা ভোটের ফলাফলের পরেই দলত্যাগ শুরু হতেই কেন্দ্রীয় নেতৃত্ব তা বুঝে গিয়েছিলেন।’
এখন প্রশ্ন উঠেছে, মুখ পুড়েছে দেখেই কি এখন এই ব্যাখ্যা দেওয়া হচ্ছে দলের পক্ষ থেকে? শীর্ষ নেতৃত্ব যদি এতই বুঝবেন, তা হলে সাম্প্রতিক সফরে স্বয়ং দলের সভাপতি জে পি নড্ডা অর্জুনের সঙ্গে বৈঠক করলেন কেন? অর্জুন স্রেফ সময় নিচ্ছেন বুঝতে পেরেও কেনই বা মন্ত্রী পীযূষ গয়াল তাঁকে ডেকে এনে কথা বললেন?