অবতক খবর, সংবাদদাতা :: অর্জুন সিং এর ভাইপো সনজিৎ সিং ওরফে পাপ্পু সিংহ ও তার স্ত্রী নিতু সিংহ এর বাড়িতে বারাকপুর কমিশনারেটের গোয়েন্দা দপ্তর হানা দিয়ে গহন তল্লাশি চালায়। তবে সঞ্জীত সিংহ বা নিতু সিংহ কে পাওয়া যায় নি। অভিযোগ এই কপারেটিভ ব্যাংক কেলেঙ্কারির মাস্টার কি এই পাপ্পু সিংহ। তার মারফত অর্জুন বিভিন্য নামে ব্যাংক লোন তুলেছেন, অথচ সাধারণ খাতা ধারকদের ব্যাংক থেকে লোন দেয়া হতনা।

মাস খানেক আগে ভাটপাড়া নৈহাটি কপারেটিভ ব্যাংকে আর্থিক দুর্নীতি নিয়ে তদন্তের নামে গোয়েন্দা দপ্তর। সেখানে দেখা যায় অর্জুন সিং এর ভাইপো সনজিৎ সিং ও তার আত্মীয় নিতু সিংহ অনন্যা এন্টারপ্রাইজের নামে 54 লক্ষ টাকা ঋণ নিয়েছিল 2018 সালে। কেন সেই এত টাকার ঋণ নেওয়া হয়েছিল এবং কি খাতে খরচা করা হয়েছিল এই নিয়েই তদন্তে নামে গোয়েন্দা দপ্তর।

সনজিৎ সিং এর বাড়িতে এসে তল্লাশি চালানোর সময় বাড়িতে সনজিৎ সিং ছিলেন না।তল্লাশি চালানোর পর বাড়ির দরজায় একটি নোটিশ লাগিয়ে দিয়ে যায় গোয়েন্দা দপ্তর। অবিলম্বে তাদের সঙ্গে দেখা করার জন্য এই নোটিসে বলা হয়েছে।

এই প্রসঙ্গে অর্জুন সিং বলেন ঋণ নিয়েছিল সেই ঋণের টাকা শোধ হয়ে গেছে। অর্জুন বলেন যেহেতুু আমি ভবানীপুরে CAA এর পক্ষে মিছিল করেছি তাই মমতা ব্যানার্জীর জ্বালা হয়েগেছে। তিনি আমাাকে কিচ্ছু করতে পারছেন না তাই আমাকে ঘিরতে আমার আত্মীয়দের বিপাকে ফেলার চেষ্ঠা করছেন। ডিসি অজয় ঠাকুর আমাকে হেনস্থা করার দায়িত্ব নিয়েছেন। তিনি বলেন ঠান্ডা ভাটপাড়া কে আবার উত্তপ্ত করতে চায় এটাই উদ্দেশ্য রাজ্য সরকারের।