নিজস্ব সংবাদদাতা : অবতক খবর : অশোকনগরে আবার তাঁর নির্বাচনী প্রচারে আসবেন নুসরাত জাহান দাবী অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামীর। শনিবার অশোকনগরে প্রচারে এসে বেশি সময় থাকতে হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন নুসরাত, ছোটো এক দুর্ঘটনায় পড়ায় আহতও হয়েছিলেন সামান্য। তিনি নিজের ক্ষোভ উগরে বলেছিলেন – মুখ্যমন্ত্রীর প্রচারেও এত সময় দিতে হয় না।
সোমবার উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের দপ্তরে মহকুমা শাসকের কাছে নিজের মনোনয়ন পত্র জমা দিতে এসে অশোকনগরের প্রার্থী নারায়ণ গোস্বামী অবশ্য বললেন আরো অনেক জনসভা প্রচার করবেন তাঁর অভিনেত্রী বোন নুসরাত।
অভিনেত্রী সাংসদের নুসরাত জাহানের উষ্মা মিটে গেছে কিনা সে প্রশ্নে এবং চোটের বৃত্তান্ত কে তা আমল না দিয়ে নারায়ণ গোস্বামীর দাবী তাঁরা দাদা ও বোন এবং নুসরাত জাহান দেড় ঘন্টা ছিলেন । নারায়ণ গোস্বামীর দাবী বোন হয়ে দাদার প্রচারে তাই তিনি কোথায় কতক্ষন প্রচার করেছেন বা করেন নি সে প্রশ্ন অবান্তর এমনকি নুসরাতের ক্ষোভ সম্বলিত ভিডিও ফুটেজ ও যথার্থ কিনা তা নিয়েও সন্দীহান নারায়ণ গোস্বামী ।
নুসরাত প্রসঙ্গে বিতর্ক মেটাতে চাইলেও নারায়ণ গোস্বামী সোমবার মনোনয়ন জমা দিতে এসে নতুন বিতর্ক জন্ম দিলেন দলীয় প্রচারের ফ্লেক্স লাগানো গাড়ি নিয়ে বারাসাতস্থিত জেলা শাসকের দপ্তরে ঢুকে পড়ে । মুখ্যমন্ত্রীর প্রচার সম্বলিত ব্যানার লাগানো ছিল অশোকনগরের তৃণমূল প্রার্থীর গাড়িতে ।
এদিন মনোনয়ন পত্র জমা দিতে এসে নারায়ণ গোস্বামী জানালেন নির্বাচনে জিতে তিনি দলমত নির্বিশেষে অশোকনগর বাসীর কল্যানে অশোকনগর বিধানসভা এলাকার সার্বিক উন্নয়ন করবেন । ধীমান রায়ের পরিবর্তে মনোনয়ন পেয়ে দেরিতে প্রচার শুরু করা নারায়ণ গোস্বামীর মতে তিনি জিতবেনই এবং তিনি কাজপাগল তাই অশোকনগরের প্রভূত উন্নয়ন হওয়া সময়ের অপেক্ষামাত্র ।।