অবতক খবর,২ ফেব্রুয়ারি: বাম সংগঠন এসএফআইয়ের আন্দোলনে দু’দিন আগেই উত্তপ্ত হয়েছিল বারাসাত। স্কুল খোলার দাবিতে অবস্থান বিক্ষোভ করেছিল বাম সংগঠন এসএফআই ডিওয়াইএফআই। তারপরই মুখ্যমন্ত্রীর ঘোষণা করেন ৩ তারিখ থেকে স্কুল খোলার কথা। এরপরই এদিন উত্তর 24 পরগনার অশোকনগরে চৌরঙ্গী মোড়ে বাম ছাত্র সংগঠনের তরফ থেকে একটি মিছিল হয় ও চলে আবির খেলা।
সেখানেই অশোকনগর এর বিধায়ক নারায়ন গোস্বামী রিফ্লেক্স আবির মাখাতে দেখা যায় ছাত্রনেতা আকাশ কর কে। এরপরই শুরু হয় রাজনৈতিক বিতর্ক। ঘটনাকে কেন্দ্র করে আসরে নামে তৃণমূল কংগ্রেস। থানায় একটি ডেপুটেশন দেওয়া হয় শাসক দলের পক্ষ থেকে।
এরপরই স্থানীয় তৃণমূল যুব নেতা প্রদীপ সিং ও ৫ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সঞ্জয় রাহার নেতৃত্বে চৌরঙ্গী মোড় এলাকায় বিধায়ক নারায়ন গোস্বামীর ফ্লেক্স দুধ গঙ্গা জল দিয়ে ধুইয়ে দেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় যে নোংরা হাত দিয়ে বিধায়কের ফ্লেক্স ছুঁয়েছে বিরোধীদল, সেই অপবিত্র স্পর্শ ধুতেই এই সিদ্ধান্ত। সামনেই পৌরসভা নির্বাচন তার আগে পরিকল্পনা করেই এই কান্ড ঘটনা হয়েছে উত্তেজনা সৃষ্টির জন্য।