অবতক খবর , শিলিগুড়ি, ১২ আগস্ট : সোমবার পুরোনিগম বোর্ডের প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্যকে দশ দফা দাবি নিয়ে স্মারকলিপি দিলেন দার্জিলিং জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকার।
স্মারকলিপি দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রঞ্জন সরকার জানান, দেশের এই কঠিন পরিস্থিতিতে রাজ্যের মাননীয়া মুখমন্ত্রী নানারকম কর্মসূচি,প্রকল্পের মধ্যে দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। কোরোনা চিকিৎসার জন্য প্রায় ৮২টি হাসপাতাল তৈরি করেছেন,রেশনের বাবস্থ্যা করে দিয়েছে। তারপরেও পুরোনিগম বোর্ডের চেয়ারম্যান কি ভাবে বলে রাজ্যের তরফ থেকে কোনো আর্থিক সহযোগিতা পাচ্ছে না তারা। এই মুহুর্তেও তারা রাজনীতি করতে ব্যস্ত। এই মুহূর্তেও একবারও রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের দায়িত্বের থেকে পিছ পা হয়নি, অশোক ভট্টাচার্যের আর্থিক বঞ্চনাতে ধিক্কার জানাই বলে জানান তিনি।