অবতক খবর , সম্পা ভট্টাচার্য , মালবাজার (জলপাইগুড়ি) :- মাল আদর্শ বিদ্যাভবনের অবসরপ্রাপ্ত শিক্ষক। বয়স ৯৩ বছর। বয়সের ভাড়ে শরীর ন্যুইয়ে পড়েছে।পিঠে পড়েছে কুঁজ।তবুও বয়স হার মানাতে পারেনি সকলের পরিচিত এবং প্রিয় ‘রাধুবাবু’কে।

এখনও তিনি নিজের কাজ করতে বেরিয়ে পরেন তার প্রিয় পুরোনো সাইকেলটি নিয়ে।ভীড় দেখলে সাইকেল ঠেলে,ফাঁকা রাস্তায় দিব্যি সাইকেলে উঠে পড়েন তিনি।

রাস্তায় চলার পথে এই শিক্ষক রাধারমণ বসাক বলেন,কলকাতার সিটি কলেজ থেকে স্নাতক করেন তিনি। গত ১৯৫৬ সালে মাল আদর্শ বিদ্যাভবনে প্রথমে করণিক পদে যোগ দেন।পরবর্তিতে শিক্ষকতায় আসেন। ১৯৯০ সালে অবসরগ্রহণ করেন।

অবসরগ্রহণের পর শহরে প্রথম জেরক্স মেশিন আনেন তাঁর দোকানে।সঙ্গে চালু করেন টাইপ-শর্টহ্যান্ড স্কুল।এখনও তিনি থেমে নেই।তিন মেয়ের বিয়ে হয়ে গেছে।ছেলে থাকেন দিল্লীতে।এখনও বাইরের যাবতীয় কাজ সাইকেলে চেপে নিজেই করেন।

বাড়িতে নানাধরণের লেজার বই বাঁধাইয়ের কাজ করেন।সেরকম কোন অসুখ না থাকলেও শরীর সুস্থ্য রাখার জন্য চিকিৎসকের পরামর্শমত নানাধরণের ওষুধ খান তিনি।

এক প্রশ্নের জবাবে তাঁর সটান জবাব,”তোমরা মরে যাওয়ার আগেই মরে যাও।মন শক্ত রাখলে দীর্ঘদিন বাঁচাও যায়।সেইসঙ্গে সবরকম কাজকর্মও করা সম্ভব।”তাঁর অসংখ্য ছাত্রছাত্রী এখন স্যারের সেঞ্চুরির অপেক্ষায়।