অবতক খবর :: উত্তর দিনাজপুর :: ইসলামপুরে এতদিন যারা এলাকা স্যানিটাইজার করার পাশাপশি স্থানীয় দুঃস্থ মানুষদের হাতে পৌঁছে দিয়েছিলেন প্রয়োজনীয় খাবার সামগ্রী। এবার তারা হাঁটলেন একটু অন্য পথে। তারা অর্থাৎ রামগঞ্জ আলো ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা এবার রাজ্য ও জাতীয় সড়ক জুড়ে অসংখ্য ভবঘুরে ও ভিক্ষাজীবি মানুষ যারা দু’বেলা পেট ভরে খেতে পাচ্ছিলেন না তাদের হাতে একটু খাবার তুলে দিলেন ।
সংস্থার সম্পাদক সিদ্দিক আলম জানান, রবিবার থেকে উত্তর দিনাজপুর জেলার সীমান্ত সোনাপুর ছাড়িয়ে দার্জিলিং জেলার প্রায় বিধান নগর পর্যন্ত এলাকায় রাস্তার দু’পাশে থাকা অসংখ্য ভিক্ষাজীবি ও ভবঘুরেদের দুপুরের খাবার তুলে দেন। তারা অনেকে যেমন অভুক্ত ছিলেন আবার অনেকেই কেউ খাবার দিলে একটু খেতে পারেন এমনই ভাবে প্রতীক্ষা করছিলেন। অনেকদিন বাদে একটু পেট পুরে খাবার খেয়ে রীতিমতন তৃপ্তির হাসি ওদের।