অবতক খবর,১৪ সেপ্টেম্বর: খবরের জের, অসহায় পরিবারকে সাহায্যের হাত বাড়াতে দুয়ারে পৌঁছালেন এসডিও এবং বিডিও।
উল্লেখ্য, গতকাল খবরে দেখানো হয়েছিল
মুর্শিদাবাদ জেলার কান্দী থানার অন্তর্গত মহলন্দী দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের জীবন্তি হটাৎ পাড়া গ্রামের বাসিন্দা রহিমা বিবির পরিবারে প্রতিবন্ধী ছেলে সানুয়ার সেখ একমাত্র টালির বাড়িতে কোনো রকমে মাথা গুঁজে থাকত। কিন্তু বৃষ্টির ফলে সেই টালির বাড়ি ভেঙে পড়েছে। ফলে বর্তমানে রৌদ্র, ঝড়, বৃষ্টির মধ্যেও দিন কাটাতে হচ্ছে খোলা আকাশের নিচে।
গতকাল এই খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই নড়েচড়ে বসে প্রসাশন।
আজ মঙ্গলবার কান্দির এসডিও নবীন কুমার চন্দ্রা এবং বিডিও নীলাঞ্জন মন্ডল জীবন্তির হটাৎ পাড়া গ্রামের রহিমা বিবির ছেলে শারীরিক ভাবে অক্ষম, কর্মহীন অসহায় সানুয়ার সেখকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পৌঁছালেন একেবারে বাড়ির দুয়ারে। এই অসহায় পরিবারের বাড়িতে এসে খোঁজ খবর নেওয়ার পাশাপাশি
এই পরিবারের নিত্য দিনের প্রয়োজনীয় বাসনপত্র, জামা কাপড়, চাল গম সহ প্রয়োজনীয় কিছু খাদ্য সামগ্রী এবং আর্থিক সাহায্যও করা হয়। তার সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় কাগজ পত্র ঠিক করে বসবাসের জন্য ঘরের ব্যবস্থা করে দেওয়ার।
পরিবারের লোক থেকে শুরু করে এলাকাবাসী প্রশাসনের এমন মানবিক উদ্যোগ অনেক ধন্যবাদ জানিয়েছেন, হাসি ফুটেছে পরিবারের।
প্রশাসনের পক্ষ থেকে মিডিয়াকেও ধন্যবাদ বাদ জানিয়েছেন এমন অসহায় পরিবারের খবর তুলে ধরার জন্য।