অবতক খবর: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোন করেও নিজের পূর্বসূরির খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী। হাসপাতালে পৌঁছলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোসও।
শ্বাসকষ্ট জনিত সমস্যা বাড়ায় ভর্তি করানো হচ্ছে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে। জানা গিয়েছে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা কম রয়েছে বলে খবর। আপাতত তাঁকে হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করানো হবে বলে জানা গিয়েছে।
আলিপুরের এক বেসরকারি হাসপাতালে আর কিছুক্ষণের মধ্যে ভর্তি করা হবে তাঁকে। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। বাড়িতেই চলছিল চিকিৎসা। জানা গিয়েছে, তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা ৭০-এর নিচে নেমে গিয়েছে। রক্তে পটাশিয়ামের মাত্রাও কমে গিয়েছে।ইতিমধ্যে ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে বুদ্ধবাবুর বেশকিছু রক্তপরীক্ষা করা হবে।