অবতক খবর,১৯ মে: কাঁচরাপাড়া সারদা দেবী স্কুল সংলগ্ন সুজাতা ফার্মেসির ঠিক সামনে রাস্তার ধারে বসে কাঁদছিলেন বছর ৮৫-র বৃদ্ধা। বৃদ্ধাকে দেখে ফার্মেসির মালিক,দু’জন রেড ভোলেন্টিয়ার্স সায়ন্তন দে, শাম্বো বোস এবং পাড়ার কিছু ছেলে জয়দ্বীপ মল্লিক, শুভজিৎ চৌধুরী(তৃণমূল ছাত্র পরিষদ) এগিয়ে আসে। বৃদ্ধার কথা শুনে তারা জানতে পারেন যে, তার শ্বাসকষ্ট ও জ্বরের জন্য করোনার সময় তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে পরিবার। তারা সকলে বৃদ্ধার সাময়িক সেবা করে তাকে বাড়ি পৌঁছনোর ব্যবস্থা ষ করেন।
বৃদ্ধাকে বাড়িতে পৌঁছে দিতে গিয়ে তার ভাইপোর কাছ থেকে জানা যায়,ইনি সম্পর্কে তার পিসি হন। দুদিন আগে ভদ্রলোকের মা গত হয়েছেন। কর্মসূত্রে ভদ্রলোক বাড়িতে থাকেন না। মানসিক অসুস্থতার কারণে বৃদ্ধা যেখানে সেখানে চলে যান। এরপর বাড়িতে তার পিসি ছাড়া আর কেউ থাকবে না। বৃদ্ধাকে দেখার মতো কেউ নেই। পাড়ার এক দাদা দায়িত্ব নিলেন বৃদ্ধাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর। কিন্তু মানসিক ভারসাম্যহীন হওয়ায় অসুস্থতা নিয়ে তিনি ফের বাড়ি থেকে বেরিয়ে যান।
এমতাবস্থায় নিজের পিসিমাকে ফিরে পেয়ে অত্যন্ত খুশি তিনি। রেড ভলেন্টিয়ার্স এবং তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের তিনি অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।