১৮ এপ্রিল,১৯৩০– আজকের দিনে মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের ঐতিহাসিক ঘটনা সংগঠিত হয়েছিল।আরো অনেকের সঙ্গে ছিলেন সেই দুই দুর্ধর্ষ মুখ প্রীতিলতা ওয়াদ্দেদার ও কল্পনা দত্ত।
অস্ত্রাগার দখল
তমাল সাহা
আমরা শ্রমিষ্ঠ কারিগররাই
পেশিবহুদ কব্জির নৈপুণ্যে অস্ত্র বানাই।
অস্ত্রাগার লুণ্ঠন করবে নাকি
চলো চট্টগ্রাম যাই।
অস্ত্রের ভীষণ প্রয়োজন
নাহলে দেশে কেন এত অস্ত্রের আয়োজন?
খুব জরুরি কথা ভাই
বেসরকারিকরণের আগেই দখলদারি চাই।
আজ আঠারো এপ্রিল—
অস্ত্র দখলের দিন।
সূর্য সেনের মুখ বুকে আঁকি
বিপ্লবের পতাকা উড্ডীন।