করোনা এখন পণ্য। বেসরকারি হাসপাতাল একে ব্যবহার করে সম্পূর্ণ বাণিজ্য চালাচ্ছে পরিষেবার নামে। এক একটি রোগীকে চিকিৎসা বাবদ ১২ থেকে শুরু করে ১৪-১৫ লক্ষ টাকার বিল ধরিয়ে দেওয়া হচ্ছে। ইতোমধ্যেই কোটি কোটি টাকা মুনাফা করে নিয়েছে হাসপাতালগুলি। এখানে শাসক নেই। তারাই কামাইয়ের সুযোগ করে দিয়েছে। সরকার এখন লোকদেখানো অ্যাডভাইসরি কমিটি বানিয়ে মানুষের চোখে ধুলো দিচ্ছে।
অ্যাডভাইস ও সরি / তমাল সাহা
করোনায় চাপাপড়া মানুষ
খুবই দুর্বল।
দুদিকে দুই হাত ছড়ানো–
সরকারি ও বেসরকারি।
তুমি দেখে নাও তাদের কৌশল।
বেসরকারির কত কারিগরি!
কোটি কোটি টাকা কামানোর
সুযোগ দিয়েছে,তোমার সরকারই।
বেলাশেষে এখন লোকদেখানো
কমিটি অ্যাডভাইসরি।
অ্যাডভাইস ও সরি চলতে থাকুক
দেশের তো তোমাকে নেই দরকারই।
মরতে তো হবেই একদিন
এসো,আমরা করোনাতেই মরি।