অবতক খবর, উত্তর ২৪ পরগণাঃ বারাসাত নবপল্লী বয়েজ স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রের অ্যাডমিট  কার্ড না দেওয়ায় ছাত্রদের বিক্ষোভ। স্কুল সূত্রের খবর, ছাত্রদের চুল বড় রাখার কারণে বা চুলের বিভিন্ন কাটিং থাকার কারণে স্কুল কর্তৃপক্ষ অ্যাডমিট কার্ড দেয়নি। চুল কেটে আসার পর তাদেরকে অ্যাডমিট কার্ড দেবে বলে জানায় স্কুল থেকে।

 

স্কুল টিচার ছাত্রদের ৫০ টাকা করে দেয় ছাত্রদেরকে চুল কেটে আসার জন্য। সেই সব ছাত্ররা যেন চুল কেটে অ্যাডমিট কার্ড নিয়ে যায়।