অবতক খবর,১০ মার্চ : আঁটসাঁট নিরাপত্তা সত্ত্বেও আটকানো গেল না এসএফআইয়ের মিছিল। ব্যারিকেড ভেঙে বিধানসভার গেটে উঠে পড়লেন এসএফআইয়ের সমর্থকরা। পুলিশের চোখে ধুলো দিয়ে শুক্রবার বিধানসভায় বেশ কিছু এসএফআই সমর্থক পৌঁছে যান। সে সময় বিধানসভার গেটের সামনে গুটি কয়েক পুলিশ ছিলেন। সমর্থকরা বিধানসভার ভিতরে ঢোকার চেষ্টা করেন। তখনই পুলিশ তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করে। এর পরই সেই নিরাপত্তা ভেঙে কয়েক জন সমর্থক বিধানসভার গেটে উঠে পড়েন। গেট ধরে ঝাঁকাতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী আসে। শুরু হয় ধস্তাধস্তি। এসএফআইয়ের সমর্থকদের প্রিজ়ন ভ্যানে টেনেহিঁচড়ে তোলা হয়।
রাজ্যের কলেজগুলিতে ছাত্র সংসদের নির্বাচন-সহ একাধিক দাবিতে শুক্রবার বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল এসএফআই। স্থির হয়েছিল হাওড়া এবং শিয়ালদহ থেকে দু’টি মিছিল বিধানসভার দিকে যাবে। কিন্তু সেই মিছিলে অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। কিন্তু তার পরেও এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য হুঁশিয়ারি দিয়েছিলেন, অনুমতি না মিললেও, মিছিল হবেই।
শিয়ালদহ স্টেশনে এক এক করে এসএফআই সমর্থকরা জমায়েত হচ্ছিলেন মিছিলের জন্য। কিন্তু তার আগেই সেই মিছিল ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। গ্রেফতার করা হয়েছে কলকাতা জেলার এসএফআইয়ের সভাপতি দেবাঞ্জন দে এবং সম্পাদক আসিফ নিসারকে। তবে এই মিছিল হবেই বলে হুঁশিয়ারি দিয়েছেন কলকাতা জেলার এসএফআইয়ের সভাপতি দেবাঞ্জন দে।