অবতক খবর,২৬ সেপ্টেম্বরঃ আঁধার কার্ডের মাধ্যমে ব্যাঙ্কের টাকা প্রতারণা চক্র নিয়ে ব্যাপক চাঞ্চল্য চোপড়া বাসীর মধ্যে। বিভিন্ন মহলে চলছে এই নতুন প্রতারণা চক্র নিয়ে গুঞ্জন। সম্প্রতি চোপড়া থানার মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের নারায়নপুর এলাকা এবং চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে প্রচুর মনিটর, ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার মেশিন, প্রচুর মানুষের ফিঙ্গার প্রিন্ট সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে ইসলামপুর সাইবার ক্রাইম এবং চোপড়া থানার পুলিশ। এখনো পর্যন্ত এই ঘটনায় এক নাবালক সহ ৩ জনকে গ্রেফতার করেছে চোপড়া থানার পুলিশ। এই ঘটনায় সাধারণ মানুষ ভীষণ আতঙ্কিত। এই বিষয়ে স্থানীয় শিক্ষক রাজীব গুহ বলেন বর্তমানে টেকনোলজি এত এগিয়ে গিয়েছে যে কিছু দুস্কৃতি এর সুযোগ নিয়ে নতুন নতুন প্রতারণা শুরু করেছে। তিনি বলেন যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। স্থানীয় তৃণমূল নেতা তনয় কুন্ডু জানান আধার কার্ডের মাধ্যমে ব্যাংকের টাকা তছরুপের বিষয়ে পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে বলে জানতে পেরেছি। পুলিশকে বলবো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে আসল অপরাধীদের গ্রেপ্তার করে শাস্তি প্রদান করতে। এবং সেই সাথে সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন কেউ যেন গুরুত্বপূর্ণ কাজ ছাড়া কাউকে ব্যক্তিগত তথ্য আদান-প্রদান না করেন। চোপড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়ারুল হক বলেন আমি নিজেও এই প্রতারণার শিকার। ফোনের ম্যাসেজের মাধ্যমে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা তছরুপ করে। তাই সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো কেউ যেন নিজেদের গোপন তথ্য কারো সঙ্গে শেয়ার না করেন।