অবতক খবর, মালদা: নিজে দাঁড়িয়ে থেকে আধার কার্ডের লাইন ঠিক করলেন খোদ সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানু। তার পাশাপাশি মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে গজিয়ে ওঠা অবৈধ দোকানপাট অন্যত্র সরানোর নির্দেশ দিয়েছেন এসডিও।
বুধবার সকালে হঠাৎ সদর মহকুমা শাসক সুরেশচন্দ্র রানু মালদা জেলা গ্রাম উন্নয়ন ভবনের সামনে খোলা আধার কেন্দ্রে এসে উপস্থিত হন। এরপর তিনি নিজে দাঁড়িয়ে থেকে আধার কার্ডের লাইন ঠিক করেন। তিনি জানিয়েছেন, প্রতিদিন ২০০ জন করে আধার কার্ড সংশোধন করতে পারবেন। স্বচ্ছতা মেনেই করা হচ্ছে আধার কার্ড সংশোধন। তার পাশাপাশি বুধবার মালদা জেলার প্রশাসনিক ভবনের সামনে অবৈধভাবে যেসকল দোকানদাররা দোকানপাট খোলা রেখেছেন তাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেন।