অবতক খবর,১৯ডিসেম্বরঃ আইনজীবীদের চর জুতো দেখানো ও তাদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ সাব রেজিস্টারের বিরুদ্ধে।চন্দননগর সাব রেজিস্টার স্বাগতা তরফদার তাদের সঙ্গে অশ্রাব্য ভাষায় কথা বলেন।তাদের সঙ্গে দুর্ব্যবহার ও টাকা চাওয়ার অভিযোগ ওঠে সাব রেজিস্টারের বিরুদ্ধে। সোমবার এক উকিল দেবজিৎ ঘোষ একটি দলিল রেজিস্ট্রি করতে আসেন।দলিল কিছু বিষয়ে লেখা নিয়ে মতপার্থক্য শুরু হয়।সেই নিয়ে সাব রেজিস্টার স্বাগতা তরফদার সঙ্গে বাদানুবাদ শুরু হয়।তা চরম আকার নেয়।সেখানে বার এসোসিয়েশনের আরও কিছু আইনজীবীদের সঙ্গে রীতি মতো ঝগড়া শুরু হয়।এক মহিলা আইনজীবীর হাত মুচকে দেওয়া অভিযোগ ওঠে।এমন পরিস্থিতিতে হয় যে ভিডিও ফুটেজে আইনজীবীদের চর দেখান সাব রেজিস্টার।তবে রেজিস্টার সাগতা দেবীর অভিযোগ তাকে আইনজীবীরা বাবা মা তুলে কথা বার্তা বলেন।বিকাল পর্যন্ত আইনজীবীরা চন্দননগর রেজিট্রি অফিসে বসেছিল।তাতে সমস্ত কাজ বন্ধ হয়ে যায়।পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে আসে চন্দননগর থানার পুলিশ।দুই তরফে লিখিত অভিযোগ করে একে অপরের বিরুদ্ধে।