অবতক খবর,৩১ জুলাই: করোনা সংক্রমণ রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাত ন’টার পর নাইট কার্ফু জারি করেছেন। আর যে বা যারা এই কার্ফু মানবে না তাদের তিনি জন্য কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশ প্রশাসনকে।

বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছিল এই কার্ফু অমান্য করছিল গান্ধীমোড়ের অসংখ্য ব্যবসায়ী। মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য করছিলেন তারা।
কিন্তু আজ বীজপুর থানার আইসি সঞ্জয় বিশ্বাস, তিনি আজ সক্রিয় হয়ে নিজেই নামলেন রাস্তায়। আর নাইট কার্ফু কাকে বলে সেটা সকল ব্যবসায়ীদের ভালোমতো বুঝিয়ে দিলেন। যারা এই কার্ফু মানছিলেন না, তাদের আজ কড়া হাতে শাসন করেছেন তিনি। আজ তিনি গান্ধীমোড়,মিলন নগর, বাগমোড়, হালিশহর চৌমাথা, সরকার বাজার,বলদেঘাটা সহ গোটা বীজপুর ঘুরে সমস্ত দোকানপাট বন্ধ করিয়েছেন। সেই সঙ্গে তিনি বলেন, “আগামীকাল থেকে যদি এই নিয়ম অমান্য করা হয় তবে আর মুখে কথা বলা হবেনা, সকলকে গ্রেপ্তার করা হবে। কারণ নিয়ম সকলের জন্য এক।”

আইসি’র এই বার্তা শুনে নড়েচড়ে বসেন ব্যবসায়ীরা। তারা তড়িঘড়ি দোকানপাট বন্ধ করে দেন।

এলাকাবাসীরা বলেন, নতুন আইসি’র এই সক্রিয়তা দেখে আমরা খুব খুশি। কারণ এই রকম পদক্ষেপ না নিলে করোনার তৃতীয় ঢেউ কোনভাবেই আটকানো সম্ভব নয়। নিয়ম সকলের জন্য এক,এই পরিস্থিতিতে সকলেরই তা পালন করা উচিত।