অবতক খবর , সংবাদদাতা , মালদা :- কোভিদ 19 সচেতনতায় কালিয়াচক -৩ ব্লকের সাহাবাজপুরে আকন্দবাড়িয়া সি এস হাইস্কুলে কিশোরী ও তাদের অভিভাবকদের নিয়ে নিবিড় সচেনতা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় মাক্স বিতরণ করা হয়। একগুচ্ছ বিষয়ে সচেতন করা হয়। সাবান দিয়ে হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা ও ভাইরাসের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সবুজ শাকসবজি খাওয়ার উপর আলোকপাত করে মনোজ্ঞ আলোচনা করেন।
রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রমের অঙ্গ হিসেবে সংস্লিষ্ট বিদ্যালয় ও চাইল্ড ইন ইননিড ইনস্টিটিউট এর যৌথভাবে এই কার্যক্রম হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাক আলী, কর্মসূচির কো-অর্ডিনেটর সম্বিত সিনহা প্রমুখ। কো অর্ডিনেটর সম্বিত সিনহা বলেন, জেলা জুড়ে এই কার্যক্রম শুরু হয়েছে। প্রচুর কিশোরী এই কর্মসূচিতে সচেতন হবেন ও কোবিদ রুখতে এটি আরো ফলপ্রসূ ভূমিকা পালন করবে। করোনা আবহে লক্ষাধিক কিশোরী উপকৃত হবে আশাবাদী উদ্যোগতারা।