অবতক খবর,২৯ সেপ্টেম্বর: আগামীকাল বিধানসভা নির্বাচন মুর্শিদাবাদ জেলায় দুই কেন্দ্রে সামশেরগঞ্জ ও জঙ্গিপুর দুই কেন্দ্রের ভোটার বিস্তারিত তথ্য :

সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্র:

তৃণমূল কংগ্রেস প্রার্থীঃ আমিনুল ইসলাম
সি পি এম প্রার্থীঃ মোদাসার হোসেন
কংগ্রেস প্রার্থীঃ জইদুর রহমান
বি জে পি প্রার্থীঃ মিলন ঘোষ

৫৬নং সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে এবছর মোট ভোটার ২ লক্ষ ৩৭হাজার ৭৫০জন। পুরুষ ভোটার ১লক্ষ ১৬ হাজার ৩৭৫, মহিলা ভোটার ১লক্ষ ২১হাজার ৩৭৩ ও অন্যান্য ২ জন।

২০১৬ সালের সামশেরগঞ্জ বিধানসভা নির্বাচনের ফলাফল তৃণমূল কংগ্রেস প্রার্থী আমিনুল ইসলামের প্রাপ্ত ভোট ৪৮,৩৮১ – ৩০.৪১%
সিপিআইএম প্রার্থী তৌয়ার আলির প্রাপ্ত ভোট ৪৬,৬০১ – ২৯.৩১%
বিজেপি প্রার্থী মিলন ঘোষের প্রাপ্ত ভোট ১১,৩৯৭ – ৭.১৭%
—-
জঙ্গীপুর বিধানসভা কেন্দ্র:

তৃণমূল কংগ্রেস প্রার্থীঃ জাকির হোসেন
বি জে পি প্রার্থীঃ সুজিত দাস

আর এস পি প্রার্থীঃ জানে আলম মিঞা

৫৮নং জঙ্গীপুর বিধানসভা কেন্দ্রে এবছর মোট ভোটার ২লক্ষ ৫৫হাজার ৯৯৮জন। পুরুষ ভোটার ১লক্ষ ৩০ হাজার ১৭০, মহিলা ভোটার ১লক্ষ ২৫হাজার ৮২২ ও অন্যান্য ৬ জন।

২০১৬ সালের জঙ্গীপুর বিধানসভা নির্বাচনের ফলাফল

তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেনের প্রাপ্ত ভোট ৬৬,৮৬৯ – ৩৭.২৩%
সিপিআইএম প্রার্থী সোমনাথ সিংহ রায়ের প্রাপ্ত ভোট ৪৬,২৩৬ – ২৫.৭৫%
কংগ্রেস প্রার্থী মহম্মদ সহরবের প্রাপ্ত ভোট ৩৪,৮৬৩ – ১৯.৪১%
বিজেপি প্রার্থী সাধন কুমার দাসের প্রাপ্ত ভোট ২৩,২৪০ – ১২.৯৪%

২০১৯ সালের জঙ্গীপুর লোকসভা নির্বাচনের ফলাফল
তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমানের প্রাপ্ত ভোট ৫,৬২,৮৩৮ ৪৩.১৫% বিজেপি প্রার্থী মাফুজা খাতুনের প্রাপ্ত ভোট ৩, ১৭,০৫৬ – ২৪৩০% কংগ্রেস প্রার্থী অভিজিৎ মুখার্জীর প্রাপ্ত ভোট ২,৫৫,৮৩৬ – ১৯৬১% সিপিআইএম প্রার্থী জুলফিকার আলির প্রাপ্ত ভোট ৯৫,৫০১ – ৭.৩২%