অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- আজ নবান্ন অভিযানে যাওয়া , ছাত্র -যুবদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে আগামীকাল ১২ই ফেব্রুয়ারী বারো ঘন্টার বাংলা বন্ধের ডাক দিলো বামফ্রন্ট।
সারা ভারত যুবলীগ এর রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য স্বরূপ দেব বলেন আগামী দিন যানবাহন, অফিস , ছাত্র -যুবদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে ১২ঘন্টার বন্ধ থাকবে।