নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ১৬ নভেম্বর :: উত্তর দিনাজপুর :: রাতে আচমকাই অগ্নিসংযোগ ঘটে এলাকায়। সীমান্তে প্রহরায় থাকা বিএসএফ জওয়ান ও গ্রামবাসীদের চেষ্টায় আগুন প্রথমে কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে ইসলামপুর থেকে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন আয়ত্ত্বে আনে।
বহুদূরে দমকল কেন্দ্র থাকায়, বাহিনী আসার আগেই সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় কাদেরগছ গ্রামের বেশ কয়েকটি বাড়ি।গ্রামবাসীদের সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৫টি বাড়ি আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে।
আগুনে কোপে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে হতাহতের কোনও খবর নেই। পুলিশ ও দমকল বিভাগের প্রাথমিক অনুমান রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে আগুন ছড়িয়ে পড়ে। গ্রামে বেশিরভাগ বাড়িঘর কাঁচা থাকায় দ্রুত আগুন গ্রাস করে। ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ।