এর নাম রাজনীতি? একে বলে দেশ শাসন?!
ক্ষমতায়ন! ক্ষমতায়ন! আমার ইচ্ছা। আমার স্বৈরাচার। কতদিন চলতে পারে এই নীতি? উত্তর -পূর্ব ভারত জ্বলছে। এ যৎ দেশে আগুন লেগেছে হায়! সেই আগুন ক্রমাগত ছড়িয়ে পড়ে হাওয়ায় হাওয়ায়।
আগুন
তমাল সাহা
কোথায় আনলে আমায় তুমি শেষমেশ?
চারিদিকে তাকাই আমি,
দেখি এ কোন স্বদেশ!
এতদিনের লড়াই,
স্বাধীনতার জন্য এত সংগ্রাম!
কত শহীদ হয়েছে মানুষ
গলায় ফাঁসির দাগ গিয়েছে প্রাণ।
শেষ পর্যন্ত বলো, আমরা কী পেলাম?
পেয়েছি তো তিনটি জিনিস—
আগুন, রক্ত, খুন
হাতজোড় করে বলি বারবার—
জাগুন! জাগুন!
জ্বলছে আগুন, পুড়ছে মানুষ
মায়ের আমার বৈধব্য বেশ।
এ কোন রাজনীতি?
তার নামে হিংসা দ্বেষ!
কতদিন চলতে পারে এর রেশ?
মানুষের পৃথিবী, পৃথিবীর মানুষ
তার কোথায় অনুপ্রবেশ?
রাজনীতির কৌশল বড়ো
দেশ ভেঙে দেশ গড়ো।
তুমি কি কিছুই বোঝোনা মানুষ?
ক্ষমতার রাজনীতি অগ্রাহ্য করো।
পাশাপাশি থাকো নিরস্ত থাকো কেন?
হাম আছে, হাতিয়ার ধরো।