অবতক খবর,১৭ জানুয়ারি: গতকাল রাতে হাঁসখালী থানার পুলিশ সূত্রের মারফত খবর পেয়ে হাঁসখালী থানার মহাকাল এলাকার কাছে একটি সন্দেহজনকভাবে চলন্ত কালো স্করপিও গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালায়। সেই সময় গাড়ির পাঁচজন দুর্বৃত্তের কাছ থেকে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ পাশাপাশি মারাত্মক অস্ত্র উদ্ধার করে।

গোলাবারুদ সহ 01 9mm পিস্তল, একটি লোহার রড,একটি লোহা হেলিকপ্টার, দড়ি, একটি টর্চ লাইট উদ্ধার করে । পরবর্তীকালে উদ্ধারকৃত সমস্ত অস্ত্র, গোলাবারুদ এবং মোড়ক ইত্যাদি জব্দ করা হয় এবং 05 (পাঁচ) জন অপরাধীকে গ্রেফতার করা হয়। আশীষ মন্ডল (38), গুরুপদ চৌধুরী (৩৪),শুভঙ্কর সরকার (৩৫), জিত ঘোষ (২২), বাপি বাইন (১৮) . পুলিশ তদন্ত করে জানতে পেরেছে ,এই দুর্বৃত্তরা ডাকাতি করতে যাচ্ছিল।

প্রাণঘাতী অস্ত্র ও আগ্নেয়াস্ত্র সহ ডাকাতির প্রস্তুতি ও সমাবেশের জন্য আইনের প্রাসঙ্গিক ধারায় একটি সুনির্দিষ্ট মামলা হাঁসখালী থানায় নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্ত সকলকে এলডিতে পাঠানো হচ্ছে। আরো তদন্তের জন্য আজ আদালতে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।