অবতক খবর,১২ সেপ্টেম্বর: আজ ১২ সেপ্টেম্বর।
১৮৯৪ সালের আজকের দিনে বাঙালির চিরকাল মনে থাকবে যে কথাসাহিত্যিক এর নাম তিনি জন্মগ্রহণ করেছেন— বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

১৯২০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন কবি ও অনুবাদক- অরুণাচল বসু।

১৯৩১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বিশিষ্ট ইতিহাসবিদ – নিমাইসাধন বসু।

১৯২৯ সালের আজকের দিনে বিট্রিশ বিরোধী আন্দোলনের বীর বিপ্লবী শহীদ – যতীন দাস
লাহোরের কারাগারে ৬৩ দিন অনশনের পর মৃত্যুবরণ করেন।

২০০৯ সালের আজকের দিনে বাংলাদেশের সনামধন্য লোকসংগীত শিল্পী- শাহ আবদুল করিম মৃত্যুবরণ করেন।