আজকের সদ্যোজাত কবিতা
তমাল সাহা
এক)
মাতুন
হোকনা কাউন্সিলর তাতে কি হোক না মানুষ নির্বিচারে খুন! নীল ষষ্ঠী অন্নপূর্ণা বাসন্তী পুজো চড়ক উৎসবে মাতুন।
যাক যাদের গিয়েছে জান
এটা রোজার মাস
আনন্দে পালন করুন রমজান।
দুই)
উপাচার্যেষু
বিদ্যালয় মানে তো বিদ্যা লয়
সেখানে এর চেয়ে কি আর ভালো হয়?
হয়েছে যখন সরস্বতৈ নমঃ ভবনের উপাচার্য
রাষ্ট্রীয় লুম্পেনদের করতেই হবে গ্রাহ্য।
হায় শিক্ষাগুরু! কি দিয়েছো দীক্ষা।
শিষ্যরা এখন উপযুক্ত যোগ্য,
খিস্তিখেউড়ে দিচ্ছে পাল্টা শিক্ষা।
কেউ কি আছে, তোমায় করে রক্ষা?
এমন কি আর বলেছে তোমায়?
করে দেব খুন, লাশ করে দেব হাফিস!
গণতন্ত্রে এসব একটু আধটু হয়
ছেলেরা দুষ্টু, একটু মেনে নিস।
এটা তো বিধবাদের দেশ নয়,
সবাই খাবে নিরামিষ!
আর কি বলেছে?
মারবো চড়, কানধরে কর্ ওঠবস
যা বলবো তাই কর, এখন আমরাই বস।
বলেছে কি খান.. না কিসের যেন বাচ্চা?
শিক্ষাবিদ হয়েছ গুরু! আছে খরচা
দিতো তো হবেই জিজিয়া কর, কিছু গচ্চা!