অবতক খবর,২৬ জুন: 2 রা মার্চ ২০২৪, মুর্শিদাবাদের নসিপুর আজিমগঞ্জ রেল ব্রিজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেলেও সেই ব্রিজের উপর দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় নি।

আর ট্রেন না চলা পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যেতে মুর্শিদাবাদ স্টেশন চত্বরে মোহাম্মদ ফরজ আলী নামে এক সাধারণ মানুষ।

তার বক্তব্য ট্রেন চালু না হওয়া পর্যন্ত তিনি আমরণ অনশন চালিয়ে যাবেন আর তাকে সঙ্গ দিতে স্টেশন চত্বরে হাজির মুর্শিদাবাদ রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন। অনশন করতে এসে তিনি স্টেশন চত্বরে বসতে চেয়েছিলেন কিন্তু ৫৮ বছরের এই ফরজ আলীকে প্রশাসন টিফিনের কোথাও বসতে দিলো না।

স্টেশন চত্বরে তীব্র রোদে স্টেশনেই দাঁড়িয়ে তিনি অনশন চালিয়ে যাচ্ছেন।

তার বক্তব্য যতক্ষণ না মারা যাচ্ছি ততক্ষণ অনশন চালিয়ে যাব লিখিত আশ্বাস না পেলে এই অনশন থেকে আমি উঠছি না।