অবতক খবর , নদীয়া :       গত ৩১ তারিখ প্রখ্যাত আইনজীবী, প্রাক্তন রাষ্ট্রপতি তথা বিশিষ্ট রাজনীতিবিদ প্রণব মুখোপাধ্যায় পরলোক গমন করেছেন। তাঁর স্মৃতিতে সপ্তাহব্যাপী বিভিন্ন সরকারি ও প্রশাসনিক ভবন গুলিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে, শ্রদ্ধার্ঘ্য নিবেদন, স্মৃতির রোমন্থনের মধ্য দিয়ে তার জীবনশৈলী নিয়ে আলোচিত হয়েছে প্রত্যন্ত গ্রামের ছোট্ট একটি গ্রামের ক্লাবেও।

গতকাল রানাঘাট পৌরসভার আয়োজনে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট থানার আইসি রাজকুমার মালাকার, পৌরসভার প্রশাসক পার্থসারথি চট্টোপাধ্যায়, বার অ্যাসোসিয়েশনের সভাপতি সম্পাদক সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তারা। সমগ্র অনুষ্ঠানটির ভিডিও রেকর্ডিং প্রণব বাবু সু-সন্তান অভিজিৎ মুখোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যায় আয়োজক সূত্রে।

অন্যদিকে করিমপুর বিধানসভার অন্তর্গত ১ নম্বর পঞ্চায়েতের জামতলা তৃণমূল কার্যালয়ে বিকাল পাঁচটা নাগাদ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সাংসদ তথা নদীয়া জেলার তৃণমূল সভাপতি মহুয়া মৈত্র, বিধায়ক বিমলেন্দু সিংহ রায়, এক নম্বর এবং ২ নম্বর ব্লকের সমস্ত প্রধান উপপ্রধান এবং সদস্যগণ। ওই এলাকারই বিশিষ্ট শিক্ষকদের উপস্থিতি এবং প্রাক্তন রাষ্ট্রপতির প্রতি তাঁদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল আলোচনা সভাগৃহ। বিধায়ক এবং সংসদ অত্যন্ত আবেগ প্রবন হয়ে বেশকিছু অজানা তথ্য তুলে ধরলেন প্রাক্তন রাষ্ট্রপতির জীবনশৈলী সম্পর্কে।