অবতক খবর,২৪ মে: অনুব্রত মন্ডলকে ফের CBI তলব করলো ।এবার ভোট পরবর্তী অশান্তি মামলায় মঙ্গলবার CBI তলব করেছে তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে। যদিও সূত্রের খবর, হাজিরা এড়াবেন ‘অনব্রত মন্ডল ‘।
এর বদলে তাঁর উকিল যাবেন CBI এর কাছে তার শারীরিক পরিস্থিতির কথা বলতে । অনুব্রত মন্ডলের মেডিকেল বোর্ড তাঁকে ১৫ দিন সম্পূর্ণ বিশ্রাম নিতে বলেছে এবং তাঁর হার্টে দুই জায়গায় ৭০ শতাংশ ব্লকেজ আছে সেটিও যানাবেন CBI আধিকারিকদের। । তাঁর চিকিৎসা চলছে। তিনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রসঙ্গত, সম্প্রতি তিনি গরু পাচার মামলায় CBI দফতরে হাজিরা দেন। তারপর CBI দফতর থেকে বেরিয়ে সোজা আবার SSKM-এ যান। সেখানে তাঁর চেক আপ হয়।করার পর তার মেডিকেল বোর্ড তাকে ১৫ দিন সম্পূর্ণ বিশ্রাম নিতে বলেছে।
শুক্রবার তিনি বোলপুরে তাঁর নিজের বাড়িতে ফেরেন। প্রায় দেড় মাস পর নিজ গড়ে ফেরেন ‘কেষ্ট’দা।
গত বছর এই ২ মে অর্থাৎ ভোটের ফলাফল প্রকাশের ঠিক পরই ইলামবাজারে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। যে ঘটনায় অনুব্রত মন্ডলের দিকেও অভিযোগের আঙুল উঠেছে। মৃত ওই বিজেপি কর্মীর নাম গৌরব সরকার। সেই ঘটনাতেই তদন্ত করছে সিবিআই। ভোট পরবর্তী অশান্তি মামলায় ইতিমধ্যেই ২৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।