অবতক খবর,২৮ আগস্ট: আজ ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন–
১) থার্ড ওয়েভ – আগেই বিশেষজ্ঞরা জানিয়েছেন। আরও সতর্কতা চাই। ভ্যাক্সিন দেওয়া বাড়াতে হবে। রাজ্যে ভ্যাক্সিন সাড়ে তিনকোটি পড়ে রয়েছে। প্রাইভেট হাসপাতালে টাকা দিয়ে ভ্যাক্সিন পাওয়া যাচ্ছে কিন্তু লাইনে দাঁড়িয়ে পাচ্ছেন না। আইনে লকডাউন আছে বাস্তবে তা করা হচ্ছে না। মানুষকে লাইনে দাঁড় না করিয়ে অ্যাকাউন্টে টাকা দিন। সাধারণ মানুষের পুরো বিষয়টা গা সওয়া হয়ে গিয়েছে। আরও সচেতন করা উচিত।
২) ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস – বিজেপির পক্ষ থেকে একাধিক কর্মসূচি করা হয়েছে কিন্তু তাতে সাধারণ মানুষ যোগ দেননি। যারা লোককে শেখাবে তারা আইন মানছে না। বিরোধীরা কোনোকিছু করলেই গ্রেফতার করা হচ্ছে। আইন করছে তারা আইন মানছে না। যারা আইন করছেন তাদের আইন মেনে উদাহরণ দেখাতে হবে।।
৩) বিশ্বভারতীকে রাজনীতির আখড়া করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান গুন্ডামি করার জায়গা নয়। বিশ্বভারতী আমাদের কাছে গর্বের ব্যাপার। এইসব করে শান্তিনিকেতনের গরিমা নষ্ট করা হচ্ছে।
৪) সিবি আই তদন্ত – হাজার হাজার এফ আই আর হওয়া উচিত। আমরা করতে পারিনি। ১৪টি এফ আই আর পুলিশের কাছে করা গিয়েছে। পুলিশকে দিয়ে অত্যাচার করানো হচ্ছে। সিবি আই এর উপর মানুষের ভরসা আছে। দোষীদের শাস্তি পাওয়া উচিত।
৫) রাজ্যে নির্বাচন চাওয়া নিয়ে – মাথার ঘায়ে কুকুর পাগল হয়ে গিয়েছে।ক্ষমতা আর চেয়ারে থাকার ইচ্ছে এরাজ্যের মানুষের দুর্দশার কারণ। ক্ষমতায় থাকার ইচ্ছের কারণেই নির্বাচন চাইছে।